নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন নবীন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দল চালানোর জন্য প্রয়োজনীয় বিন্দুমাত্র অভিজ্ঞতা কি আদৌ আছে নীতিনের?
সোমবার নতুন সর্বভারতীয় সভাপতি পদে তাঁর নাম নিশ্চিত হওয়ার বহু আগে থেকেই তোলপাড় দলের অন্দর। অনেকে অবশ্য এর নেপথ্যে মোদি-শাহর অন্য অঙ্ক দেখতে পাচ্ছেন। যতই মুখে নতুন প্রজন্মের কথা বলা হোক না কেন, এমন অনভিজ্ঞ সভাপতিকে সামনে রেখে আসলে দলের কর্তৃত্ব পূর্ণমাত্রায় ধরে রাখতে চাইছে মোদি-শাহ জুটি।

