রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা।

Must read

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি বিদায় নেবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণের সব জেলাতেই একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পালা। তবে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা এখনই বাড়ছে না।

কলকাতায় যেখানে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে ছিল, সেখানে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে উঠে গেল। অর্থাৎ একদিনে তাপমাত্রার ১ ডিগ্রি বৃদ্ধি হয়ে গেল। আগামী কয়েক দিন মোটামুটি সমান হারে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

আরও পড়ুন-সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ পর্যন্ত নেমে গিয়েছিল। তবে পৌষ শেষ হতেই সেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরের জেলাগুলির ক্ষেত্রে কিছুটা স্বস্তি। শীত এখনও সেখানে কিছুদিন থাকার পূর্বাভাস। উত্তরের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest article