আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

Must read

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে তাঁর একটি পুরোনো ছবি দেখা যাচ্ছে এবং সেখানে মার্কিনি পতাকায় কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনিজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে।

পোস্টটিতে ট্রাম্পকে ওভাল অফিসের ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন-সহ অন্যান্য ন্যাটো নেতারাও উপস্থিত ছিলেন। আরেকটি পোস্টে দেখা যাচ্ছে, ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ডে একটি মার্কিনি পতাকা উত্তোলন করছেন, এবং সেখানে একটি মাইলফলকে লেখা আছে, “গ্রিনল্যান্ড মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠিত ২০২৬”।

আরও পড়ুন- নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরই ট্রাম্প বলেন, “যতক্ষণ পর্যন্ত আমরা একটি নিরাপদ, সঠিক ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমেরিকা এই দক্ষিণ আমেরিকার দেশটির পাশে থাকবে।”

এদিকে শুল্ক তোপও অব্যাহত। গ্রিনল্যান্ডের (Greenland_Donald Trump) পরে ‘বোর্ড অফ পিস’, ফের ইউরোপের সঙ্গে টক্কর ট্রাম্পের। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী ১৯ জানুয়ারি, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনে ২০০% শুল্ক বসাবেন। তাঁর তৈরি ‘বোর্ড অফ পিস’-এ যাতে ফ্রান্স যোগ দেয়, সেই কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপরে চাপ দিতেই এই পদক্ষেপ, খবর রয়টার্স সূত্রের।

Latest article