রাতভর গুলির লড়াইয়ের পর অবশেষে সাফল্য পেল সেনাবাহিনী(Indian Army)। একটানা ৯ ঘন্টা অভিযান চলার পর সেনার গুলিতে খতম হল ৩ জইশ জঙ্গি (Terrorist)। এই নিয়ে ৮ দিনে ১৪ জন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনাবাহিনী। গতকাল রাত থেকে জম্মু-কাশ্মীরের(Jammu and Kashmir) বদগাম জেলায় (Budgam District) গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।
আরও পড়ুন: বেঠিক নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে
জানা গিয়েছে, গোপন সূত্রে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশবাহিনীর কাছে খবর যায় বদগামের চাদুরায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে। সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আত্মরক্ষায় তৎপর হয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এভাবে প্রায় ৯ ঘণ্টা অভিযান চলার পর একে একে তিন জঙ্গি নিকেশ হয়। তাদের নাম এখনও জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই জইশ-ই-মহম্মদের (Jaish Militants) সদস্য বলেই জানা গিয়েছে। প্রত্যেক জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে গত বুধবার পুলওয়ামার (Pulwama) চন্দগাম এলাকায় মৃত্যু হয় ৩ জঙ্গির। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করে হয়েছে। ২টি এম-৪ কার্বাইন ও ১টি একে রাইফেল পাওয়া গিয়েছে। মঙ্গলবারও কুলগামে এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছিল। শুক্রবারের গুলির লড়াইতে নিকেশ ৩ জঙ্গি।