এবার করোনায় আক্রান্ত হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। রবিবার তিনি নিজেই ট্যুইট করে তাঁর করোনা আক্রান্তের হওয়ার খবর জানিয়েছেন। রবিবার বরুণ জানিয়েছেন, নির্বাচনী কাজে তিনি উত্তরপ্রদেশের পিলভিটে গিয়েছিলেন। সেখানে তিনদিন ছিলেন। দিল্লি ফিরে এসে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তাই করোনা পরীক্ষা করান। রিপোর্ট এসেছে পজিটিভ।
আরও পড়ুন-উত্তরে শৈত্যপ্রবাহ, দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত
বরুণ জানিয়েছেন, তাঁর ভাল রকম উপসর্গ রয়েছে। তিনি আপাতত হোম আইসোলেশনে আছেন। বরুণের করোনা আক্রান্ত হওয়ার খবরে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। পিলভিটে থাকাকালীন বরুণ কাদের সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ চলছে। প্রয়োজনে তাদের সকলেরই করোনা পরীক্ষা এবং আইসোলেশনে পাঠানো হতে পারে। একই সঙ্গে বরুণ এদিন ট্যুইট করে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন, উত্তরপ্রদেশে যাঁরা ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁদের যেন অবিলম্বে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়।