নয়াদিল্লি : প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। সেটাই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখনও পর্যন্ত ভারতের প্রথম ও একমাত্র পদক। সেই সোনার ছেলেকে সম্মান জানাতে অভিনব পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ। নীরজের নামে সোনালি রং করা একটি ডাক বাক্স বা পোস্ট বক্স বসানো হরিয়ানায় নীরজের গ্রামে। ভারতীয় ডাক বিভাগের বিশেষ এই পোস্ট বক্সে লেখা হয়েছে, ‘টোকিও অলিম্পিক ২০২০-তে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়ার সম্মানে এই পোস্ট বক্স স্থাপন করা হল।’
আরও পড়ুন-ভারতই সিরিজ জিতবে: ভাজ্জি
অলিম্পিকে সোনা জয়ের পর থেকেই ভারতীয় খেলাধূলার মুখ হয়ে উঠেছেন নীরজ। তাঁর ব্র্যান্ড ভ্যালুও বাড়ছে। আপাতত টোকিওর হ্যাংওভার কাটিয়ে নীরজ ফের ট্র্যাকে নামার প্রস্তুতি সারছেন। এই মুহূর্তে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চুলা ভিস্তা স্পোর্টস সেন্টারে ট্রেনিং করছেন।
এই বছর এশিয়ান গেমস, কমনওয়েলথের মতো ইভেন্ট রয়েছে। নতুন বছরে আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে প্রস্তুতি চলছে সোনার ছেলের। টোকিও গেমসে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দেশের জন্য সোনা এনেছিলেন নীরজ। এবার তাঁর লক্ষ্য, ৯০ মিটার দূরত্ব অতিক্রম করা।