বাড়ি গিয়ে সমস্যা শুনছেন জেলা সভাপতি

হাতে ডায়েরি। পকেটে পেন। দিনের আলো ফুটতেই এলাকার মানুষের সমস্যা শুনতে দুয়ারে হাজির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : হাতে ডায়েরি। পকেটে পেন। দিনের আলো ফুটতেই এলাকার মানুষের সমস্যা শুনতে দুয়ারে হাজির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। শুধু শুনছেনই না রীতিমতন নোট নিচ্ছেন। মঙ্গলবার সকালেও এই কাজ করতে দেখা গেল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বাড়াইকে। সদর দরজায় দাঁড়িয়ে মানুষ বলেছেন বামেদের একের পর এক দুর্নীতির কথা । বিগত পুরবোর্ডের বাম কাউন্সিলর আবাস যোজনার ঘরের পাইয়ে দেবার নামে চরম দুর্নীতি অভিযোগ করলেন এলাকারই এক বাসিন্দা।

আরও পড়ুন-দুর্নীতির মহাজোট বাম-কংগ্রেস সহোদর

ডায়েরিতে নোট নিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। দ্রুত নিয়ম মেনে সেই বাড়ি পাইয়ে দেবার আশ্বাস দিলেন বাসিন্দাকে। এলাকাবাসীদের সমস্যা দূর করতে নিজের বাড়ি ছেড়ে আলিপুরদুয়ার শহরে ছোট্ট একটি ঘর ভাড়া করে আছেন জেলা তৃণমূলের সভাপতি। রোজ সকালে নিয়ম করে প্রাতঃভ্রমণে বেরিয়ে শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্যার কথা শুনেছেন । নানান জনের নানান সমস্যা , শুনে নিয়ে সঙ্গে থাকা ডায়েরিতে নোট নিচ্ছেন । পাশাপাশি যে সমস্যাগুলি সহজে সমাধান করা যায়, তা সমাধান নির্দেশ দিচ্ছেন দলীয় কর্মীদের। প্রাতঃভ্রমনে মঙ্গলবার শহরের ৮নম্বর ওয়ার্ডে মানুষের বাড়িতে গিয়ে বেশ কিছু জায়গায় ওয়ার্ডের মানুষদের তিনি আশ্বাস দেন আবাস যোজনার ঘর যারা যোগ্য তারা নিয়ম মেনে অবশ্যই পাবেন।

এ ছাড়াও চলতি কোভিড পরিস্থিতিতে সবাই যাতে কোভিড বিধি মেনে চলেন তার পরামর্শও দেন। কেউ যদি কোভিড যে কোনও প্রয়োজনে তারা তাঁকে নির্দ্বিধায় ফোন করার কথা বলেন। আলিপুরদুয়ারের মানুষ যাতে ভালো থাকে সেই প্রচেষ্টাই তিনি সর্বদা করবেন বলে জানিয়েছেন প্রকাশ চিক বাড়াইক।

Latest article