কৃষ্ণনগরে বাড়ি বাড়ি পানীয় জল

কৃষ্ণনগর পুর এলাকার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৭০ কোটি টাকা ব্যয়ে জলপ্রকল্প তৈরি হয়েছে।

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর :‌ কৃষ্ণনগর পুর এলাকার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৭০ কোটি টাকা ব্যয়ে জলপ্রকল্প তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মঙ্গলবার কৃষ্ণনগর পুর প্রশাসক নরেশ দাস জানিয়েছেন, শহরবাসীকে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে একটি বৃহৎ পরিশোধিত পানীয় জলপ্রকল্প তৈরি হয়েছে নবদ্বীপ স্বরূপগঞ্জ গঙ্গায়। নলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিস্রুত জল। প্রস্তুতি চলছে জোরকদমে।

আরও পড়ুন-বাড়ি গিয়ে সমস্যা শুনছেন জেলা সভাপতি

কৃষ্ণনগর পুর এলাকায় ২ লক্ষ মানুষের বাস। এর মধ্যে হোল্ডিং সংখ্যা ৪২ হাজার। নরেশ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে উল্লেখ করেছেন, একদিকে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে যে সমস্ত কাজ এখনও বাকি আছে, দ্রুত সম্পন্ন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে পরিষেবা। তাই পুরসভার যে সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দ্রুত শেষ করতে আমরা বৈঠক সেরে ফেলেছি। একে একে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর মধ্যে জলপ্রকল্প অন্যতম। ২৫টি ওয়ার্ডের মানুষ এতে উপকৃত হবেন।

Latest article