মাস্টারদা সূর্য সেন (Surya Sen)১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল রাজমনি সেন এবং মাতার নাম শশী বালা সেন।
আরও পড়ুন-স্বামী বিবেকানন্দের জন্মদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য প্রদান
ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সহযোদ্ধাদের উদ্দেশে সূর্য সেন লিখেছিলেন, ‘আমি তোমাদের জন্য রেখে গেলাম মাত্র একটি জিনিস, তা হলো আমার একটি সোনালি স্বপ্ন। স্বাধীনতার স্বপ্ন। প্রিয় কমরেডস, এগিয়ে চলো। সাফল্য আমাদের সুনিশ্চিত।’
১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসী কার্যকর হবার কথা বলা হয়।
এদিনের এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।