পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আগামী বছরে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচনকৌশলী প্রশান্ত কিশোর আজ, বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, তিনি ২০২২ সালের রাজ্য নির্বাচনে “জড়িত হবেন না”।
আরও পড়ুন-ত্রিপুরায় মানুষের মহাজোট, নেতৃত্বে মমতা-অভিষেক সেনাপতি: কুণাল
অমরিন্দর সিংকে লেখা চিঠিতে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি “জনজীবনে সক্রিয় ভূমিকা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন”। পিকে আরও জানিয়েছেন, তিনি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও সিদ্ধান্ত নেননি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠিতে পিকে লিখেছেন, ‘আপাতত সাময়িক বিরতি নিচ্ছি। বিষয়টি আপনি জানেন। তাই আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলাম। আপনার কাছ থেকে অব্যাহতি চাইছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
আরও পড়ুন-৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক ভারতের, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পেলেন মনপ্রীতরা
গত মার্চেই অমরিন্দর সিং টুইট করে জানিয়েছিলেন, প্রশান্ত কিশোর তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। একই সঙ্গে বলেছিলেন, ‘পাঞ্জাবের মানুষের উন্নতির জন্য আমরা একসঙ্গে কাজ করব।’ সেই টুইটের পরই পিকে-কে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার পাঁচ মাসের মধ্যেই কেন ইস্তফা দিলেন পিকে।