ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপর কুণাল বলেন, “এটা সৌজন্যসাক্ষাৎ।”
আরও পড়ুন-ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করছে মোদি সরকার
বৃহস্পতিবার, সকালে বিধানসভা কেন্দ্র ভিত্তিক উদ্বাস্তুদের নিয়ে বৈঠকের পর কুণাল যান প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করতে। এরপর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি জানান, “মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ পুরনো পরিচিত। এটা সৌজন্যসাক্ষাৎ। উনি সাংবাদিকতাও করেছেন। মোহনবাগান এবং ফুটবল পছন্দ করেন”। কুণালের মতে, তাঁদের মধ্যে সাংবাদিকতা ও খেলাধুলো নিয়ে গল্প হয়েছে।
আরও পড়ুন-ত্রিপুরায় মানুষের মহাজোট, নেতৃত্বে মমতা-অভিষেক সেনাপতি: কুণাল
মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ তিপ্রা দলের চেয়্যারম্যান। সেই কারণেই প্রশ্ন ওঠে শুধুই খেলার মাঠের গল্প হল! “খেলা হবে”-র নয়? কুণাল স্পষ্ট জানান, এটা একেবারেই দীর্ঘদিনের দুই পরিচিতের সৌজন্যসাক্ষাৎ। শুধু মোহনবাগান সমর্থকই নন, মহারাজ এখনকার খেলোয়াড়দের ভালোভাবে চেনেন। তাঁদের খেলা দেখেন। সুতরাং দুই মোহনবাগানীর গল্পের রসদ ভালোই মজুত ছিল।