বাতাসে ভেসে থাকলে মিনিট ২০ সময়ের মধ্যেই করোনাভাইরাস (Coronavirus) তার সংক্রমণ ক্ষমতা ৯০ শতাংশ হারিয়ে ফেলে। ভাসমান অবস্থায় প্রথম ৫ মিনিটের মধ্যেই এই ভাইরাস (Coronavirus) সংক্রমণ ছড়ানোর বেশিরভাগ ক্ষমতা হারায়। নতুন এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে। ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের এয়ারোসল রিসার্চ সেন্টারের গবেষকরা এই পরীক্ষাটি করেছেন। গবেষক দলের প্রধান অধ্যাপক জোনাথন রিড বলেছেন, করোনা বায়ুর মাধ্যমে ছড়ায় এটা ঠিক। তবে সেটি তখনই বিপজ্জনক যখন কেউ করোনা সংক্রামিত ব্যক্তির কাছে যাবেন। সংক্রমিত ব্যক্তির থেকে যত দূরে থাকা যাবে ততই নিরাপদে থাকা যাবে। কারণ সময়ের ব্যবধান যত বাড়বে ভাইরাস তার সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ততই হারিয়ে ফেলবে।
আরও পড়ুন-গোয়ায় তৃণমূলে যোগদান ও কর্মীসভা