ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) পদত্যাগের দাবি ক্রমশই জোরদার হচ্ছে। করোনার বাড়বাড়ন্তের কারণে ব্রিটিশ সরকার নাগরিকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছে। কিন্তু সেই বিধিনিষেধ অগ্রাহ্য করে প্রধানমন্ত্রী বরিস (Boris Johnson) নিজেই হই-হুল্লোড়ে করছেন এই অভিযোগ উঠছে। এই অবস্থায় নিজের দলেই বরিস জনসনের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে। ইতিমধ্যেই দলের শীর্ষস্থানীয় চার নেতা বরিসকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, যদি বেশিরভাগ সাংসদ পদত্যাগের পক্ষে সওয়াল করেন তবে জনসনের সামনে পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনও রাস্তা থাকবে না। জনসনের বিরুদ্ধে অভিযোগ, লকডাউনের সময় ফুর্তি করে তিনি কনজারভেটিভ পার্টির ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই প্রধানমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি। দল ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও বরিসকে নিয়ে ক্ষোভ জমেছে।
আরও পড়ুন-বাতাসে ভাসলে