সুমন করাতি: ‘আমি তোমাদেরই লোক’। কথাটা আবার মনে করিয়ে দিলেন বিধায়ক তথা মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির। টুসু উৎসবের দিন স্থানীয় আদিবাসীদের সঙ্গে নেচে একাত্ম হয়ে গেলেন। মন্ত্রী যখন মানুষের আবদারে ভূমিপুত্র হয়ে ওঠে তা দেখার মতো দৃশ্যই বটে। টুসু উৎসব উপলক্ষে ডেবরা বিধানসভা কেন্দ্রের ডুয়া বালিচকে এক উন্নয়ন বৈঠকে গিয়েছিলেন হুমায়ুন। সেখানে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ছাড়াও ছিলেন বিরোধী প্রতিনিধি আর সাধারণ মানুষ।
আরও পড়ুন-ভারতে বাড়ল আক্রান্ত, মৃত্যুও
সেখান থেকে ফেরার সময় মন্ত্রীকে দেখার জন্য ভিড় জমান স্থানীয় মানুষ। মানুষদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নেমে পড়েন হুমায়ুন। ভূমিপুত্র মন্ত্রীকে কাছে পেয়ে আদিবাসী মহিলা–পুরুষরা তাঁদের সঙ্গে নাচের আমন্ত্রণ জানান। তাতে সাড়া দিয়ে মন্ত্রী মেতে ওঠেন নাচে। স্থানীয় মানুষ মন্ত্রীকে এভাবে নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত। নাচ শেষে হুমায়ুন বলেন, তিনি কোনোদিনই বহিরাগত ছিলেন না। ডেবরার কাছের মানুষ ছিলেন।