সংবাদদাতা, জঙ্গিপুর : তিন সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে চার পুরনিগমের ভোট৷ রবিবার তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন রঘুনাথগঞ্জে সাংবাদিকদের সামনে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন৷ বললেন, ‘‘আগামী দু’মাস সবকিছু বন্ধ রাখা দরকার। জীবন আগে, ভোট নয়।”
আরও পড়ুন-বিজেপিতে বিদ্রোহের আগুন, মন্ত্রী-বিধায়করা তৈরি করলেন নতুন মঞ্চ
প্রাক্তন মন্ত্রী, এবারের বিধায়ক জাকির দলীয় নেতৃত্ব তাঁকে পুর নির্বাচনে লড়তে বললে, তার জন্য প্রস্তুত বলেও জানালেন। জঙ্গিপুরের তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই ২১ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করেছে। ১৯২ জন প্রার্থী হতে আগ্রহী। তাঁরা ড্রপ বক্সে আবেদন জমা দিয়েছেন। তবে জাকির আবেদন জমা দেননি। বলেছেন, ‘‘আমি জঙ্গিপুরের ২১টি ওয়ার্ডের প্রার্থী তালিকা হস্তান্তর করেছি। নিজের নাম রাখিনি। তবে দলীয় নেতৃত্ব নির্দেশ দিলে ২০ বা ১১ নম্বর ওয়ার্ড থেকে লড়তে প্রস্তুত।’’