বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার স্মৃতি মিলিয়ে যাওয়ার আগেই মঙ্গলবার সকালে ফের লাইনচ্যুত হল গোয়া থেকে হাওড়াগামী অমরাবতী এক্সপ্রেস (Amravati Express)। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দক্ষিণ-পশ্চিম রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন হাওড়াগামী অমরাবতী এক্সপ্রেসের ইঞ্জিন দুধসাগর জলপ্রপাত পার করার পর দুধসাগর ও কারাঞ্জোল স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়। ওই ট্রেনের কয়েকজন যাত্রী জানিয়েছেন সকাল ৯টা নাগাদ হঠাৎই প্রবল ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। তারপরেই পাহাড়ের গায়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুন – শহর কলকাতায় সিনেমা হলে ভয়াবহ আগুন
যে এলাকায় এদিন অমরাবতী এক্সপ্রেসের (Amravati Express) ইঞ্জিন লাইনচ্যুত হয় সেই জায়গাটি অত্যন্ত দুর্গম। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ক্যাসলরক স্টেশন থেকে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছয়। ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হলেও কোনও বগি লাইন থেকে নেমে যায়নি। সে কারণেই কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে এই ঘটনায় ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।