প্রতিবেদন : দিদিকে চাই। দাবি অখিলেশ যাদবের। আর সেই দাবি মেনে নিয়েই উত্তরপ্রদেশে প্রচারে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে অখিলেশের দূত তথা সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহসভাপতি কিরণময় নন্দ একথা জানালেন। সেইসঙ্গে কিরণময় বারবার বললেন, এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বিশ্বস্ত মুখ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিরণময় জানিয়েছেন :
আরও পড়ুন-প্রকাশ্যে কেন্দ্রের ট্যাবলো রাজনীতি
১) ৮ ফেব্রুয়ারি লখনউয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব যৌথ ভার্চুয়াল সভা করবেন। এই সভা গোটা উত্তরপ্রদেশ দেখবে। সভা শেষে দুই নেতা-নেত্রী সাংবাদিক সম্মেলন করবেন।
২) আরও একটি সভা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বারাণসীতে। সেই সভার দিন এখনও ঠিক হয়নি।
৩) মুখ্যমন্ত্রী কিরণময়কে স্পষ্টভাবে জানিয়েছেন, উত্তরপ্রদেশ ভোটে তৃণমূল কংগ্রেস কোনও প্রার্থী দেবে না। ঠিক যেমন ২০২১ সালের বাংলার বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি কোনও প্রার্থী দেয়নি। তবে সমাজবাদী পার্টিকে জেতাতে তৃণমূল কংগ্রেস সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
আরও পড়ুন-কাঁপল আফগানিস্তান, জোড়া ভূমিকম্পে হত ৩১
কিরণময় বলেন, যোগী সরকার বিরোধী দলের সমস্ত ফোন ট্যাপ করছে। তাঁর ফোন থেকে মুখ্যমন্ত্রী এবং অখিলেশের কথা হয়। বিরোধীদের রুখতে যোগী সরকার সমাজবাদী পার্টির সব সভায় বাধা দিচ্ছে। পার্টি অফিসে পুলিশ বসিয়েছে। কিন্তু জেনে রাখুন, এই ভোটে আমরাই জিতব।