সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া :মাটির সৃষ্টি দেখে উচ্ছ্বসিত কেন্দ্রীয় দল। প্রথম দফার লকডাউনে যখন প্রচুর পরিযায়ী শ্রমিক জেলায় ফিরে আসেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে মাটির সৃষ্টি গড়ে তোলার পরিকল্পনা নেন। পতিত জমিতে সবুজায়ন ও সবজি চাষের মাধ্যমে সম্পদসৃষ্টি ও ধারাবাহিক আয়ের ব্যবস্থা করার জন্য। একশো দিনের কাজের গতিপ্রকৃতি দেখতে এসে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ দেখে অভিভূত ন্যাশনাল লেভেল মনিটর (এনএলও) দলের দুই সদস্য।
আরও পড়ুন-পালকি অ্যাম্বুল্যান্সে লক্ষ্মী এল ঘরে
ওঁরা সোমবার পুরুলিয়ায় জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। গত দু’দিন পুঞ্চা থানার নপাড়া, ছিরুডি ও পানিপাথর পঞ্চায়েত এলাকা, বাঘমুণ্ডির মাঠা, সুইসা তুনতুড়ি, সেরেংডি, জয়পুরের জয়পুর, বড়গ্রাম ও সিধিজামড়া এবং ঝালদার কলমা, পুস্তি ও মাঠারি ঘুরে দেখে একশো দিনের কাজে ‘মাটির সৃষ্টি’ দেখে ওঁরা অভিভূত। পুরুলিয়ার প্রতিটি ব্লকেই এমন প্রকল্প গড়ে উঠেছে। জেলাশাসক রাহুল মজুমদার বলেন, আমরা নিশ্চিত, পুরুলিয়া মডেল গুরুত্ব পাবে পরিদর্শক দলের কাছে।