নিজস্ব প্রতিনিধি: বার্সেলোনায় একটা যুগের অবসান। ১৮ বছরের সম্পর্ক শেষ। ন্যু ক্যাম্পে শেষ হল মেসি যুগ। স্প্যানিশ ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল মেসির নতুন চুক্তিতে সই সম্ভব নয়। বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিলেন লিওনেল মেসি। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। তারপরই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আগামী মরশুমে লিও মেসি আর বার্সায় নেই।
আরও পড়ুন-অভিষেকের উপর হামলা: অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি বিশ্রামগঞ্জের তৃণমূল নেতৃত্বের
বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্লাব ও লিওনেল মেসি সমঝোতায় আসার পরে চুক্তিতে সই করতে আগ্রহী থাকলেও স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক বিধিনিষেধ থাকায় তা সম্ভব হল না। এর ফলে মেসির পক্ষে আর বার্সেলোনায় থাকা সম্ভব হচ্ছে না। ক্লাবে অবদানের জন্য বার্সেলোনা কৃতজ্ঞ মেসির কাছে। ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য শুভেচ্ছা লিও মেসিকে”।