সোশ্যাল মিডিয়ায় “ফেক নিউজ” ছড়িয়ে উত্তেজনা তৈরি করার অভিযোগে এবার পুলিশি জেরার মুখে বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই নিজের টুইটার হ্যান্ডেল থেকে বীরভূমের রাজনৈতিক হিংসার দাবি করেন অগ্নিমিত্রা পালও।
আরও পড়ুন-ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে, দাবি কুণালের
তিনি নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন। তাঁর সেই টুইটার মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেলাতে উত্তেজনাও তৈরি হয়। কিন্তু তদন্তে নেমে পুলিশ পাল্টা দাবি করে, অগ্নিমিত্রার অভিযোগের সঙ্গে বাস্তবের কোনও মিল ছিল না। এরপরই ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বিজেপি নেত্রীকে হাজিরা দিতে বলেন। শুক্রবার সকালে সিউড়িতে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে অগ্নিমিত্রা জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির কাছে হাজিরা দেন। অগ্নিমিত্রাকে প্রায় ৩০ মিনিট জেরা করেন জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের বেশ কয়েকজন কর্তা।