সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বন্ধের পর এবার জওয়ানদের উদ্দেশ্যে তৈরি শিখা নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। আর তা নিয়ে নরেন্দ্র মোদির সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাঁচ রাজ্যের ভোটের মুখে এই নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদি সরকার, কারণ তাঁর সরকারের সিদ্ধান্তেই ৫০ বছর পরে নিভতে চলেছে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা।
আরও পড়ুন – কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়ায় অনলাইন প্রতারণা দেড় লক্ষ ! রিপোর্ট আরবিআইয়ের
১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন অমর জওয়ান জ্যোতি। ১৯৭২ সালের ২৭ জানুয়ারি ইন্দিরা গান্ধী এই স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন। যেখানে সর্বক্ষণ জ্বলে আগুনের শিখা। স্বাধীনতার পর থেকে শহিদ সেনা–জওয়ানরা দেশের জন্য জীবন দিয়েছেন তাঁদের স্মৃতিতেই ৪০ একর জমিতে তৈরি হয়েছে এই যুদ্ধ স্মারক। এখানে চারটি চক্রের আকারে তৈরি হয়েছে দেওয়াল। এই চক্র চারটির নাম — অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র। চক্রের দেওয়ালগুলিতে লেখা, ২৫ হাজার ৯৪২ জন নিহত সেনার নাম। শুক্রবার এই অগ্নিশিখা স্থানান্তরিত হচ্ছে নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ভবনে। সেখানে তা সারাক্ষণ জ্বলবে না। এই সিধান্তের বিরোধিতা করে টুইট করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
তিনি টুইটে লেখেন, ‘এটা অত্যন্ত দুঃখের কথা যে, আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলন্ত, সেটা আজ নিভিয়ে দেওয়া হবে। কিছু লোক দেশপ্রেম এবং বলিদান বোঝে না। তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের সেনাদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার প্রজ্বলিত করব।’