প্রতিবেদন : উইল না করে মৃত্যু হলে হিন্দু ব্যক্তির কন্যা পিতার স্ব-অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবেন। এক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে অগ্রাধিকার পাবেন মৃত ব্যক্তির মেয়ে। এক তাৎপর্যপূর্ণ রায়ে এই কথা জানিয়েছে দেশের সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে রাত ১০টার পর জোরে কথা নয়, বন্ধ রাখতে হবে আলোও, নয়া নির্দেশ রেল বোর্ডের
হিন্দু উত্তরাধিকার আইনের আওতায় হিন্দু মহিলা এবং বিধবাদের সম্পত্তির অধিকার সম্পর্কে মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক আপিল মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণা মুরারির বেঞ্চ ৫১ ওই পৃষ্ঠার রায়ে বলেছে, একজন হিন্দু ব্যক্তি যিনি উইল না করেই মারা গিয়েছেন, তাঁর যে কোনও সম্পত্তি অর্থাৎ স্ব-অর্জিত সম্পত্তি হোক বা পারিবারিক সম্পত্তি, তা তাঁর উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। প্রাপকদের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির মেয়েরাও থাকবেন। বেঞ্চ আরও বলেছে, মৃত হিন্দু ব্যক্তির কন্যা তাঁর অন্যান্য আত্মীয়দের মতোই সম্পত্তির উত্তরাধিকারী হবেন। তাঁকে কোনওভাবে বঞ্চিত করা যাবে না।