শেষ পর্যন্ত বুস্টার ডোজে সম্মতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। কিছুদিন আগে পর্যন্ত বুস্টার ডোজ দেওয়াকে সমর্থন করেনি হু। কিন্তু গোটা বিশ্বজুড়ে নতুন করে করোনার লাগামছাড়া সংক্রমণের কারণে হু তার অবস্থান বদল করতে বাধ্য হল। হু-র পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি তাঁদের অবিলম্বে বুস্টার ডোজ দেওয়া উচিত। প্রত্যেক মানুষই যাতে বুস্টার ডোজ পেতে পারে তা নিয়ে হু-র বিশেষজ্ঞ দল পর্যালোচনা শুরু করেছে। টিকার দুটি ডোজ নেওয়ার পরেও বহু মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।
আরও পড়ুন – ডায়মন্ড হারবারে পজিটিভ রেট ১.৪০%, দুয়ারে চিকিৎসকে মিলছে উল্লেখযোগ্য সাফল্য
হু-র (World Health Organization) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন এবং টিকাকরণ সংক্রান্ত বিভাগের ডিরেক্টর কেট ও’ব্রায়েন জানিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়ো এনটেকের ভ্যাকসিন দেওয়া হলে খুব ভাল হয়। স্বামীনাথন আরও জানিয়েছেন, টিকার প্রথম দুটি ডোজ নেওয়ার কমপক্ষে চার থেকে ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়া উচিত।