নিরাপত্তার মোড়কে উত্তরবঙ্গ

Must read

ব্যুরো রিপোর্ট : সাধারণতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গকে (North Bengal) নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রেল স্টেশন, বাসস্ট্যান্ডে লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ। আন্তঃরাজ্য সীমানার পাকড়িগুড়িতেও চলে রাজ্য পুলিশের নাকাতল্লাশি। প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে চেকিং করা হয়। পাশাপাশি পারডুবি, মেখলিগঞ্জ, দিনহাটা-সহ অন্যান্য সীমান্তবর্তী এলাকাগুলিকেও কড়া নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে। যেকোনও ধরনের নাশকতামূলক ষড়যন্ত্র যাতে কোনওভাবেই মাথাচাড়া না দিতে পারে তা নিশ্চিত করতে তৎপর পুলিশ।

আরও পড়ুন – আইনশৃঙ্খলা, ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে ৫ রাজ্যে ডিজিটাল প্রচারে তৃণমূল কংগ্রেস

উত্তরবঙ্গের (North Bengal) দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় সড়কে এবং গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। বিভিন্ন এলাকায় সিসিটিভিগুলোকে আরও বেশি সক্রিয় করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে নজরদারি বাড়ানো হয়েছে। রায়গঞ্জ-সহ বিভিন্ন স্টেশনে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। সীমান্ত এলাকায় বিএসএফ, এসএসবি জওয়ানরা আরও বেশি তৎপর হয়েছে। এ-ছাড়াও গোয়েন্দা দফতর, স্পেশাল ব্রাঞ্চ, স্পেশাল অপারেশন গ্রুপকে আরও বেশি সক্রিয় করা হয়েছে। হোটেল ও লজেও তল্লাশি চলছে। এই বিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশের সুপার সানা আখতার বলেন, ‘‘প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছি। যেকোনও ধরনের সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি রাখা হচ্ছে। নাকা চেকিং চলছে।”

Latest article