পানাজি: ধোঁকাবাজ বিজেপির থেকে সাবধান! ওদের কথা চোখ বুজে বিশ্বাস করে একদম ভোট নয়। মঙ্গলবার গোয়াবাসীর উদ্দেশে আবেদন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি যশোবন্ত সিনহার (Yashbant Sinha)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশবন্ত (Yashbant Sinha) বলেন, গোয়ার মানুষকে সতর্ক করছি। বিজেপি যা বলে তা করে না। যা করে তা বলে না। আজ পর্যন্ত বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার কোনওটাই রাখেনি। দেশবাসীকে শুধু ওরা মিথ্যে প্রতিশ্রুতিই দিয়েছে তার বেশি কিছু করেনি। তাই গোয়ায় বিজেপিকে একটি ভোটও দেবেন না। বর্ষীয়ান যশোবন্ত সিনহার দীর্ঘ রাজনৈতিক জীবন। দেশের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী হিসেবে কাজ করেছেন। অভিজ্ঞতায় সমৃদ্ধ এই মানুষটি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুধু ভোটের রাজনীতি করলেই হয় না। মানুষের জন্য কাজ করতে হয়। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হয়।
আরও পড়ুন – বর্তমান রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বেনজির আক্রমণ জয়প্রকাশ ও রীতেশের
এদিকে মঙ্গলবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। এদিন ৬ টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হল জয়েশ শেটগাঁওনকার যিনি দলের যুব কমিটির সভাপতি। ভোটের প্রার্থীতালিকা প্রকাশ ও জনসংযোগের পাশাপাশি গোয়ায় যোগদান কর্মসূচিও অব্যাহত। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন কাকোলিমের প্রাক্তন চেয়ারপার্সন পানজি কুটিনহো। এছাড়া প্রাক্তন আপ নেতা সুহাস নায়েক যোগ দিলেন তৃণমূলে।