২৬ জানুয়ারি সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য দিল্লিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন-অভিনেতা হিসেবে ঐতিহাসিক চরিত্রে অভিনয় অন্যরকম অনুভূতি দেয়: কিঞ্জল
এদিন এই বিশেষ দিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই দিনে, আসুন আমরা আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো, বিশেষত এর ফেডারেল চরিত্র রক্ষা করার শপথ নিই।
আসুন আমরা আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার জন্য সচেষ্ট হই, যা অন্যান্য বিষয়ের মধ্যে আমাদের অবিচ্ছেদ্য অধিকার দেয়।
আমি আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং জওয়ানদের অভিবাদন জানাই যাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং তাদের নিঃস্বার্থ দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।
আমাদের গণতন্ত্রের স্তম্ভ সকল দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন।
জয় হিন্দ’
Heartiest greetings to all on the Republic Day.
On this day, let us once again take pledge to protect the basic structure of the Indian Constitution, including and particularly its federal character. (1/4)— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2022