২৬ জানুয়ারি (January) সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস (Republic Day) বা সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য দিল্লিতে (Delhi) কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিন এই বিশেষ দিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই!
এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের অবদানকে সালাম জানাই। আসুন আমরা সর্বদা আমাদের গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষা ও সংরক্ষণের শপথ করি।’
#প্রজাতন্ত্র দিবস
Wishing everyone a very Happy Republic Day!
I salute the contribution of our people from all walks of life for taking this nation ahead. Let us vow to protect & preserve our democratic rights & values, at all times.#RepublicDay
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2022