প্রতিবেদন : আগামী মাসের ১২ তারিখ চন্দননগর (Chandannagar) পুরনিগমের ভোট। আপাতত তুঙ্গে উঠেছে প্রচারপর্ব। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বাংলাজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছেন চন্দননগরের মানুষকে সেই কাজে শামিল হওয়ার আবেদন জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন – প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
বিগত দিনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন তার ফিরিস্তি যেমন দেওয়া হচ্ছে, তার সঙ্গে আগামী দিনে কী কী কাজ হবে তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হচ্ছে চন্দননগরবাসীর কাছে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে প্রত্যেক প্রার্থী ইতিমধ্যে নিজের এলাকা প্রায় চষে ফেলেছেন। এর সঙ্গে পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, ফ্লেক্স দিয়ে মুড়ে দেওয়া হয়েছে পুরো চন্দননগর (Chandannagar)।
আর এ কাজে বিরোধীদের তুলনায় কয়েক যোজন এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। চন্দননগরের নাগরিকদের বক্তব্য, গত এক দশক ধরে যেভাবে বাংলায় উন্নয়নের কাজ হয়েছে তা থেকে বাদ যায়নি চন্দননগরও। ইতিমধ্যে পুরনো চন্দননগরের আমূল পরিবর্তন হয়েছে। এখানকার রাস্তাঘাট, আলো, পানীয় জল, সৌন্দর্যায়ন, ঝলমলে আলো চন্দননগরবাসীর কাছে এখন গর্বের বিষয়।