গৃহবন্দিত্ব কাটিয়ে লক্ষ্মীলাভ গৃহবধূর

লকডাউনের সময় যখন বেশিরভাগ মানুষেরই রোজগার শূন্য। অনেকেই কর্মহীন। কেউ কেউ কাজ হারিয়ে দুশ্চিন্তার কবলে।

Must read

সংবাদদাতা, বীরভূম :  লকডাউনের সময় যখন বেশিরভাগ মানুষেরই রোজগার শূন্য। অনেকেই কর্মহীন। কেউ কেউ কাজ হারিয়ে দুশ্চিন্তার কবলে। তখন ফেসবুকের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটিয়ে স্বনির্ভর হলেন বাংলার গৃহবধূ জিনাত নাসিম। সেই সঙ্গে অনেক মহিলার রোজগারের রাস্তাও তৈরি করে দিলেন। জিনাতের বাড়ি বীরভূমের সিউড়িতে। সাধারণভাবে গৃহবধূ। পেশায় ফ্যাশন ডিজাইনার।

আরও পড়ুন-এবারের সাধারণতন্ত্র দিবস

বাড়িতে বিভিন্ন ডিজাইনের টুকটাক পোশাক তৈরি করে ফেসবুকে ছবি পোস্ট করেন। তাতেই কিছু অর্ডার পান। এইভাবেই চলছিল তাঁর জীবন। লকডাউন শুরু হতেই তৈরি করেন ‘জিনাত ক্রিয়েশন’। সিউড়িতে তৈরি করলেন একটি বুটিক। ফেসবুকে পোস্ট হতেই মেলে বিপুল সাড়া। তাঁর নিজের ফেসবুক পেজ থেকে জিনাত ক্রিয়েশন পোস্ট জনপ্রিয়তা পেতে পেতে আজ সফল ব্যবসায়ী তিনি। এখন তাঁর দুটি সেন্টার— একটি রানিগঞ্জ টাউনে। নাম ‘বৃন্দাবন।’ অন্যটি সিউড়িতে ‘জেড সি।’

আরও পড়ুন-‘বিজেপির বিভাজনের রাজনীতিতে ভুলবেন না’, সতর্কবার্তা টিকায়েতের

জিনাতের সঙ্গে এখন যুক্ত ১৫টি পরিবার। তাই তিনি অনেকের পথের দিশা। প্রত্যেককে একটি করে সেলাই মেশিনও দেন তিনি। এখন প্রায় ১৫ জন মহিলা সংসার সামলানোর পাশাপাশি পোশাক তৈরি করে সংসারের হাল ধরেছেন। বীরভূমের কাঁথা স্টিচের বিভিন্ন কাজও ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে। এ যেন জীবনের নকশিকাঁথার বুনন।

Latest article