টোকিও অলিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। জ্যাভলিন থ্রোতে সোনার মেডেল পেলেন নীরজ চোপড়া। প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনার পদক। শুধু প্রথম পদক নয়, প্রথম সোনাও জিতলেন হরিয়ানার নীরজ চোপড়া। আর এই জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভাসলেন তিনি। নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন-ত্রিপুরায় যুব নেতৃত্বের উপর বিজেপির হামলা, তীব্র নিন্দা কুণালের, রবিতে যাচ্ছেন ব্রাত্য-কুণাল
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে লেখেন,” অবিশ্বাস্য। অলিম্পিক্সে নীরজের জ্যাভলিন ভেঙে দিয়েছে সব রেকর্ড। অনেক অভিনন্দন। তোমার এই কৃতিত্ব যুবসমাজকে অনুপ্রেরণা জোগাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” টোকিওতে ইতিহাস তৈরি হল। যা সৃষ্টি করলে নীরজ চোপড়া। দারুণ পারফরম্যান্স নীরজের। অনেক অভিনন্দন সোনার পদক জয়ী নীরজকে।”
আরও পড়ুন-দেবাংশু-জয়া-সুদীপ আক্রান্ত ত্রিপুরায়! নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, তীব্র নিন্দা অভিষেকের
নীরজের উদ্দেশে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লেখেন,” অলিম্পিক্সে ইতিহাস তৈরি হল। জ্যাভলিন থ্রোতে নীরজের স্বর্ণপদক জয় দেশকে গর্বিত করেছে। অনেক অভিনন্দন।”