নীলাঞ্জন ভট্টাচার্য : রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোকে (Private Hospital) বাগে আনতে আরও কড়া দাওয়াইয়ের ব্যবস্থা করছে রাজ্য স্বাস্থ্য কমিশন। বেসরকারি হাসপাতালগুলোর একাংশের বিরুদ্ধে বারবার মাত্রাছাড়া বিলিংয়ের অভিযোগ উঠেছে।
বিলিংয়ে স্বচ্ছতা আনতে এবার বেসরকারি হাসপাতালগুলোর (Private Hospital) কাছ থেকে হলফনামা চায় ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। নগদে বিল মেটানো রোগীদের বিল তৈরির সময়ে বেসরকারি হাসপাতালগুলোকে কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন কঠোরভাবে মানতে হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ যে সেই গাইডলাইন কঠোর ভাবে মানছেন, তা সংস্থার প্রধানকে হলফনামা আকারে কমিশনের কাছে জমা দিতে হবে। চলতি সপ্তাহে এক মামলার রায়ে এমনই নির্দেশ শুনিয়েছে কমিশন। এর জন্য অভিযুক্ত ওই হাসপাতালকে এক মাস সময় দিয়েছে কমিশন। সেই সময়সীমার মধ্যে তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
পাশাপাশি কমিশন আরও জানিয়েছে, এই নিয়ম শুধু অভিযুক্ত হাসপাতালের ক্ষেত্রেই নয়, রাজ্যের বাকি সব বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কমিশনের তরফে এই রায়ের কপি শিগগিরই রাজ্যের সমস্ত হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তিতে সাধারণ রোগী ও তাঁদের পরিবার। স্বাস্থ্যবিমার মাধ্যমে মেটানো বিলের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কার্যকর হবে না। রোগীকে যদি বিলের পুরো অথবা আংশিক নগদে মেটাতে, সেক্ষেত্রে মানতে হবে নিয়ম। হলফনামায় হাসপাতাল প্রধানকে অঙ্গীকার করতে হবে যে, ‘চিকিৎসার সম্পূর্ণ অথবা যে অংশটুকুর লেনদেন নগদে হবে, সেই অংশের ক্ষেত্রে কমিশনের নির্দেশিকায় উল্লেখিত সব ক’টি শর্ত মেনে চলা হবে।’