সংবাদদাতা, দুর্গাপুর : মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যে চালু করেছেন বেশ কিছু মানবিক প্রকল্প। একইসঙ্গে তিনি বিভিন্ন মেলা ও উৎসবের মাধ্যমেও মহিলাদের আর্থিকভাবে সহায়তা দান করার উপর জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক ভাবনাকে বাস্তবায়িত করতে গত কয়েক বছর ধরে বিশেষ উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর (Durgapur) নগর নিগমের পুরমাতা মণি দাশগুপ্ত।
প্রতি বছরের মতো এ বছরও তিনি ছয় নম্বর ওয়ার্ডের অধীন তিলক ময়দানে শুরু করেছেন পিঠেপুলি উৎসবের। স্থানীয় কয়েকশো মহিলার সহযোগিতায় শীতের এই বিশেষ উৎসব আলাদা মাত্রা পেয়েছে। নানান স্বাদের জিভে জল আনা এই পিঠেপুলির সঙ্গে বিভিন্ন মিষ্টি ও পায়েসের উপস্থিতি ভোজনরসিকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। মণি বলেন, গত বছর করোনা সংক্রমণজনিত কারণে বন্ধ ছিল এই উৎসব। এ বছর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় মহিলাদের উৎসাহে আবার শুরু হয়েছে এই পিঠেপুলি মেলা।