মেলবোর্ন, ২৯ জানুয়ারি : রবিবাসরীয় রড লেভার এরিনায় ইতিহাস গড়ার সুযোগ রাফায়েল নাদালের সামনে। টেনিস ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে কে ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতবেন? প্রশ্নটা বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে রজার ফেডেরার নোভাক জকোভিচকে টেক্কা দিয়ে এই নজির গড়ার দারুণ সুযোগ নাদালের সামনে।
আরও পড়ুন-নেতা রোহিতকেই চান বিরাটের কোচ
তবে স্প্যানিশ তারকার নতুন ইতিহাস গড়ার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন দানিল মেডভেদেভ। বিশ্বের দু’নম্বর মেডভেদেভ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গতবার এই টুনামেন্টের ফাইনালে উঠেও জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন। এবার তাই বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপাবেন মেডভেদেভ।
যদিও গোড়ালির পুরনো চোট উপেক্ষা করে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আসরে দারুণ ছন্দে রাফা। একে তো সামনে ইতিহাসের হাতছানি। তার উপরে ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাদালের ঝুলিতে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ঢোকেনি। তাই যেভাবেই হোক, এই ম্যাচ জিততে মরিয়া স্প্যানিশ তারকা।