প্রতিবেদন : ঠিক একমাস পর শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। ১৩ জানুয়ারির পরিবর্তে সম্ভবত ১৩ ফেব্রুয়ারি। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, তাঁরা ফরম্যাটে কোনও পরিবর্তন না এনে ১৩ ফেব্রুয়ারির মধ্যে রঞ্জির প্রথম পর্ব শুরু করতে চান।
একই ফরম্যাট মানে এলিটে পাঁচটি গ্রুপ, ছ’টি দল। পাঁচটি করে খেলা। আর প্লেট গ্রুপে আটটি দল। তাঁর কথায়, ‘‘সাধারণত রঞ্জি ট্রফি যেভাবে হয়, আমরা সেটাই করতে চাইছি। আইপিএলের আগে একমাসের মধ্যে প্রথম পর্ব শেষ করতে চাই।” আইপিএল শুরু হবে ২৭ মার্চ। রঞ্জি নক আউট পর্ব হওয়ার কথা জুন-জুলাইয়ে। সৌরভ অবশ্য বলেছেন, ‘‘আমরা কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছি। যেসব জায়গায় খেলা হওয়ার কথা, সেখানে রোজ কত কেস হচ্ছে সেটা দেখছি। এইমুহূর্তে বেঙ্গালুরু, কেরলে ভালই কেস হচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। আশা করি রবি-সোমবারের মধ্যে রঞ্জি নিয়ে পরিষ্কার ছবিটা তুলে ধরতে পারব।”
আরও পড়ুন-৪৪ বছরের খরা কাটিয়ে ট্রফি বার্টির
আগের সূচি অনুযায়ী রঞ্জি হওয়ার কথা ছিল বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, মুম্বই, আমেদাবাদ, কলকাতা ও চেন্নাইয়ে। নক আউট পর্ব হওয়ার কথা কলকাতায়। জুন ও জুলাই মাসে নক আউট ম্যাচ কলকাতায় হলে বর্ষা সমস্যা পাকাতে পারে বলেও মনে করছেন বোর্ড সভাপতি। তিনি ইঙ্গিত দেন, তেমন হলে খেলা বেঙ্গালুরুতে সরিয়ে দেওয়া হতে পারে। তবে সবটাই এখন ভাবনার স্তরে। আগামী তিন-চার দিনে ছবিটা স্পষ্ট হয়ে যাবে।
রঞ্জির মতোই করোনায় স্থগিত রয়েছে আরও কয়েকটি টুর্নামেন্ট। এরমধ্যে মেয়েদের টুর্নামেন্টও রয়েছে। বোর্ড সভাপতি আশাবাদী, সব টুর্নামেন্টই তাঁরা করতে পারবেন। শুধু একটু সময় লাগবে।