নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : গত ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হরভজন সিং বলেছিলেন, কেরিয়ারের শেষদিকে তিনি সঠিক ব্যবহার পাননি। পেলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ২০১৬-তে থেমে যেত না।
তিনি কি তখনকার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে আঙুল তোলেন? জল্পনা চলতে থাকে। কিন্তু ভাজ্জি এবার জানালেন, ধোনির বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। দু’জনের সম্পর্ক বন্ধুর মতো। তিনি অভিযোগ করেছিলেন সরকারের দিকে। এই সরকার মানে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু শক্তি তাঁকে সরিয়ে দিতে চেয়েছিল। তাঁর অভিযোগ আরও পরিষ্কার করে বললে, ছিল তখনকার নির্বাচকদের দিকেই!
ভাজ্জি একটি ওয়েবসাইট বলেছেন, তিনি কখনও ধোনির দিকে আঙুল তোলেননি। তাঁর কথায়, ‘‘ধোনি আমার বন্ধু ছিল। ওর বিরুদ্ধে অভিযোগ করতে যাব কেন। আমার অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। সরকার মানে বিসিসিআই। নির্বাচকরা সেই সময় ঠিক কাজ করেননি। ওরা দলকে সংঘবদ্ধ হতে দেননি।”
আরও পড়ুন-আমেদাবাদ পৌঁছলেন রোহিতরা
ভাজ্জি বলেন, ২০১১-র বিশ্বকাপ ফাইনালের পর আর তাঁরা অনেকেই আর একসঙ্গে খেলতে পারেননি। ‘‘আমি শুধু এটা বলতে চেয়েছিলাম যে ২০১২-র পর অনেক কিছু ভাল হতে পারত। শেহবাগ, আমি, যুবরাজ, গম্ভীর সবাই দেশের হয়ে খেলেই অবসর নিতে পারতাম। যেহেতু আমরা সবাই আইপিএলে ভাল খেলছিলাম। এটা খুব অদ্ভুত যে, ২০১১-র চ্যাম্পিয়ন দলের সদস্যরা সবাই আর কখনও একসঙ্গে খেলতে পারিনি। কয়েকজন শুধু ২০১৫-তে বিশ্বকাপে খেলেছে।”
২৪ বছরের লম্বা কেরিয়ারে ভাজ্জি শেষবার ভারতের জার্সি গায়ে নেমেছিলেন ২০১৬-র মার্চে। তখন অধিনায়ক ছিলেন ধোনি। ফলে অনেকের মনে হয়েছিল তিনি ক্যাপ্টেন কুলের দিকেই আঙুল তুলেছেন। সেটা যে নয়, তা এখন পরিষ্কার করে দিলেন হরভজন স্বয়ং।