দুলাল সিংহ, বালুরঘাট : বামেদের উদাসীনতায় জৌলুস হারিয়েছিল বালুরঘাটের ঐতিহ্যবাহী রবীন্দ্রভবন (Balurghat Rabindra Vaban)। এবার রাজ্য সরকারের উদ্যোগে নতুন রূপ পেতে চলেছে ভবনটি। রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরনো ভবনগুলি সংস্কার হয়েছে। ফিরে পেয়েছে নতুন রূপ। এই বিষয়ে ইতিমধ্যেই জেলাশাসক আয়েশা রানিও পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে রবীন্দ্রভবন (Balurghat Rabindra Vaban) সংস্কার নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন – সরস্বতী পুজোর আগেই জীবাণুমুক্ত স্কুল
এরপর তিনি জানান, কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ২ মাসের মধ্যেই রবীন্দ্রভবনকে নতুনরূপে সাজানো সম্পন্ন হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, ১৯৭০-এ তৈরি হওয়া দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের এই রবীন্দ্রভবনটি জেলার সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘসময় যাবৎ বহন করে এলেও বাম আমলে তেমনভাবে নজর দেওয়া হয়নি ভবনটির দিকে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবনটি সংস্কারের উদ্যোগ নেন। পরিকল্পনামতো সংস্কার কাজে ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার বরাদ্দ করলেও বাকি ৬০ শতাংশ অর্থ কেন্দ্র সরকার বরাদ্দ না করার কারণে ২০১৩-’১৪ অর্থবর্ষে অর্থের অভাবে বন্ধ হয়ে যায় রবীন্দ্রভবনের সংস্কার।
এরপর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর ভবনটিকে নবরূপে সজ্জিত করার পরিকল্পনা রূপায়ণের জন্য খরচের একশো শতাংশ অর্থ বাবদ ৫ কোটি ৬ লক্ষ টাকা বরাদ্দ করে। এখন কেন্দ্রের বঞ্চনা, অতীতে বামেদের অবহেলা। এরপর রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রবীন্দ্রভবন পেতে চলেছে নতুন রূপ, এতে খুশি বালুরঘাটের বাসিন্দারা।