নয়াদিল্লি : শিক্ষাক্ষেত্রে মোদি জমানার বেহাল দশা বেআব্রু হল কেন্দ্রের দেওয়া তথ্যেই। রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ (MP of Trinamool Congress) জহর সরকারের (Jawhar Sircar) প্রশ্নের জবাবে সংসদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিয়েছেন, শিক্ষার উপর কেন্দ্রীয় ব্যয় জিডিপির ১ শতাংশের নিচে চলে গিয়েছে। ছয় বছর আগেও যা ছিল ভারতের জিডিপির ১.০৭%। শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি ১৯৬৮ সুপারিশ করেছে, শিক্ষার জন্য জাতীয় ব্যয় জিডিপির ৬% হতে হবে। মোদি জমানায় পরপর তিনটি আর্থিক বর্ষে শিক্ষাখাতে কেন্দ্রীয় বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমেছে। নরওয়ে, সুইডেন, এমনকী নামিবিয়া, বতসোয়ানা সবাই শিক্ষা খাতে জিডিপির প্রায় ৪% ব্যয় করে। ভুটান ৬.৬%, নেপাল ৫% এর বেশি, ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা ৫% খরচ করে। কেন্দ্রের বরাদ্দ ব্যাপকভাবে কমলেও শিক্ষায় নগদ-সঙ্কুচিত রাজ্যগুলির অবদান গত ৫ বছরে জিডিপির ৩.৩১% হয়েছে৷ তৃণমূল সাংসদ জহর (MP Jawhar Sircar) সরকারের ক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষা ব্যয় (যা ছয় বছর আগে জিডিপির ১.০৭% ছিল) জিডিপির ১%-এর নিচে নামিয়ে এনেছে এই মোদি সরকার। অথচ খোদ প্রধানমন্ত্রী এই তথ্য গোপন করে জাতীয় শিক্ষানীতি নিয়ে বাগাড়ম্বর করছেন।
আরও পড়ুন-৫৭ দেশে ছড়িয়েছে ওমিক্রনের নতুন প্রজাতি, সতর্ক করল হু