কমেছে লাভ। কমেছে শেয়ারের দর। এই দুই ঘটনার জেরে বিশ্বের সেরা ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় জুকারবার্গের (Mark Zuckerberg) উপরে আছেন মুকেশ আম্বানি ও গৌতম আদানির মতো ভারতীয় শিল্পপতিরা। গত এক বছরে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীকে হারিয়েছে ফেসবুক। যে কারণে ২০২০-র তুলনায় ২০২১ সালে সংস্থার লভ্যাংশ ৮ শতাংশ কমেছে। এই তথ্য সামনে আসতেই ফেসবুকের মূল সংস্থা মেটার শেয়ার দরের ২৬.৪ শতাংশ পতন ঘটেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৭ লক্ষ কোটি টাকা। বৃহস্পতিবার এই সংস্থা প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার খুইয়েছে। কোনও মার্কিন সংস্থার নিরিখে এটি একটি রেকর্ড ক্ষতি। কেউ কেউ মনে করছেন, নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারছে না ফেসবুক। সে কারণেই ব্যবহারকারীর সংখ্যা কমছে।