সংবাদদাতা, কোচবিহার: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং তারপরে দেবাংশু ভট্টাচার্যদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ। রীতিমতো হুঁশিয়ারি দেওয়ার ভঙ্গিতে তিনি দিনহাটার বিজেপি কর্মীদের দেখে নেওয়ার কথা বলেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়।
আরও পড়ুন-কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সমস্যায় বাংলা
গত শনিবার সন্ধেয় দিনহাটা ২ নম্বর ব্লকের বড়শাকদল এলাকায় তৃণমূলের এক কর্মসূচিতেও উদয়ন বলেন, ‘আমি বাঁশের বাড়ি খাব, আর যে আমাকে বাঁশের বাড়ি দেবে, তাকে আমি রজনী গন্ধার স্টিক দেব, সেটা হবে না। আমাকে যদি কেউ বাঁশের বাড়ি দেয় তাহলে বাঁশঝাড় কোথায় আছে আমি জানি। সেখান থেকে বাঁশ কী করে সংগ্রহ করতে হয়, সেটাও আমরা জানি।’
আরও পড়ুন-জিতবে ত্রিপুরা: এবার ত্রিপুরার পরে তৃণমূল কংগ্রেসের নয়া স্লোগান
ঠিক রবিবারও একই সুর শোনা যায় উদয়নের মুখে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। উদয়নের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠক করে জেলার বিভিন্ন থানায় উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলেছেন বিজেপি নেতৃত্ব। উদয়ন এতে অবশ্য ভীত নন। বলেছেন, বিজেপির মতো দলকে ইটের জবাব পাটকেলেই দিতে হয়।