নয়াদিল্লি : শিথিল করা হল পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ। রবিবার জাতীয় নির্বাচন কমিশন ভোটমুখী পাঁচ রাজ্যে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ এবং মিটিং-মিছিলের উপর নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল করেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট প্রচারের সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তির সংখ্যা ইন্ডোর হলের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ এবং খোলা মাঠের ধারণক্ষমতার ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ডোর টু ডোর প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রচারের উপর নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রোড শো, মিছিল ও যানবাহন সমাবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। সভা-সমাবেশ আয়োজকদের প্রতি নির্বাচন কমিশনের নির্দেশ: সম্পূর্ণ কোভিডবিধি অনুসরণ করে এবং পর্যাপ্ত শারীরিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা করতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সমাবেশের সমস্ত প্রবেশদ্বারে অবশ্যই থার্মাল স্ক্রিনিং এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
আরও পড়ুন-আজ সরকারি অফিস অর্ধদিবস ছুটি, ট্রাফিক সিগন্যালে লতার গান
উল্লেখ্য, গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সাতটি ধাপে অনুষ্ঠিত হবে৷ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ। গত ৮ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণার সময়ই নির্বাচন কমিশন ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত নির্বাচনী সমাবেশ, রোড শো, মিছিল এবং সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। কোভিড-১৯-এর তৃতীয় তরঙ্গের কারণে ১৫ জানুয়ারি থেকে তা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। পরের ধাপে ফের বাড়ে নিষেধাজ্ঞা। আর এবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর তা অনেকটাই শিথিল হল।