সুব্রত দত্ত, রানাঘাট : নিম্নচাপ বা প্রাকৃতিক বিপর্যয় এবং অজানা রোগ— জোড়া ফলায় বারবার বিপদে পড়েন বাংলার কৃষকরা। মাঠেই নষ্ট হয় শস্য, ছারখার হয়ে যায় সোনার ফসল। দুর্ভোগ ঠেকাতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যেই রাজ্য কৃষি দফতরের উদ্যোগে সোমবার নদিয়ার দিব্য টাকা গ্রামে শান্তিপুর অফিসে একটি কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার।
আরও পড়ুন-আজ ভুবনেশ্বর যাচ্ছে বাংলা
তাঁরা জানান, রাজ্যের কৃষকবন্ধু মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের কারণে কৃষির উপর ঝোঁক বাড়ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও। শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার জানান, পশ্চিমবঙ্গের মধ্যে এ ধরনের উদ্যোগ নদিয়ার শান্তিপুর ব্লকে প্রথম। আজ গ্রামে এই প্রশিক্ষণ শিবির হওয়ার পর আগামীতে বাগআঁচড়া গ্রামে অপর একটি প্রশিক্ষণ শিবির চালু হবে অতি শীঘ্র। বর্তমান সরকার কৃষকদের মৃত্যুজনিত দু’লক্ষ টাকা বছরে ১ হাজার টাকা এবং সব মরশুমে বীজ, ওষুধ এবং বিমা বিনামূল্যে প্রদান করে থাকেন। তাতে কৃষির উপর ঝোঁক বাড়ছে এ প্রজন্মের ছেলেমেয়েদেরও।
আরও পড়ুন-ফের বাঘের পায়ের ছাপ
তবে বিভিন্নরকম গবেষণা এবং বিজ্ঞানের অত্যাধুনিক বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত বীজ রোপণ এবং চাষ সম্পর্কিত বিষয় তাদের প্রতিনিয়ত নিয়মিত জানানো হবে। জেলা পরিষদের গুরুত্বপূর্ণ কর্মাধক্ষ্যগণ, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ এবং পঞ্চায়েত প্রধান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। একদিকে বিদ্যালয়ে শিশু শিক্ষা শুরু হওয়ার মতোই কৃষকদের অত্যাধুনিক চাষ সম্পর্কে সুশিক্ষিত করে তোলার এ ধরনের ব্যবস্থায় খুশির হওয়া কৃষি মহলে।