নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কেন্দ্রের কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় জানতে চেয়েছিলেন, সরকার বর্তমান আইএএস ক্যাডার বিধিতে বদল আনছে কি না এবং রাজ্যগুলি থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে কি না। তাঁর আরও দাবি ছিল, আইএএস ক্যাডার বিধি বদলের বিস্তারিত জানাক সরকার।
আরও পড়ুন-নারকীয় রিহ্যাব
সাংসদ সৌগত রায়ের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আইএএস অফিসারদের ঘাটতি পূরণ করার জন্য রাজ্যগুলি তাদের অফিসারদের কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে পাঠাচ্ছে না। ফলে, কেন্দ্রীয় সরকারের শূন্যস্থান পূরণ করা সম্ভব হচ্ছে না। এর জন্য রাজ্যগুলিকেই প্রকারান্তরে দায়ী করেন মন্ত্রী।
তাঁর যুক্তি, অল ইন্ডিয়া সার্ভিস আইন ১৯৫১ এর ৩ নম্বর অনুচ্ছেদের আইএএস ক্যাডার বিধি ১৯৫৪ এর ৬ (১) বিধি পরিবর্তন নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতামত জানতে চাওয়া হয়েছে। সব রাজ্য যে মতামত দেয়নি সেটাও এদিন কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি মন্ত্রী।