সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : মনোনয়ন পর্ব শেষ হতেই পুরুলিয়ার তিন পুরসভায় প্রচারের মূল ইস্যুগুলি ঠিক করে দিলেন জেলা নেতৃত্ব। ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় গড়ে কর্মীদের সমন্বয়ের উপরও জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষার দিন ছিল। এদিন থেকেই শুরু হয়েছে প্রচার। জেলার তিন পুরসভার রণকৌশলও ঠিক করেছেন জেলা নেতারা। জেলা তৃণমূলের (Trinamool Congress) তিন শীর্ষনেতা, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত, জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া ও সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন প্রচারের সময় এলাকা উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে। সভাধিপতি বলেন, জেলায় বেশ কয়েকজন তৃণমূল (Trinamool Congress) কর্মী দলীয় নীতি না মেনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমাদের প্রচারে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে জোড়াফুল চিহ্ন ছাড়া আর কোনও প্রতীক আমাদের নেই। যাঁরা নির্দল, তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটা সব জায়গার মানুষকে জানাতে হবে। দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, তিনটি পুরসভায় কয়েকটি ওয়ার্ডে প্রার্থী বদল হয়েছে। যাঁরা মনোনয়ন দিয়েও টিকিট পাননি, তাঁরা জানেন আমাদের দলে সবাই সমান। শনিবার তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে ময়দানে নামবেন।