নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : নাম না করে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন, এমন একজন বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে তোপ দাগলেন অজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। তাঁর বিস্ফোরক অভিযোগ, গত অস্ট্রেলিয়া সফর চলাকালীন তাঁর নেওয়া কিছু সিদ্ধান্তের কৃতিত্ব ওই ব্যক্তি নিয়েছেন।
আরও পড়ুন – সুব্রত স্মরণে শুরু কবাডি টুর্নামেন্ট
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রাহানের বক্তব্য, ‘‘আমি তো জানি আমি কী করেছিলাম। তাই কাউকে সাফাই দেওয়ার কোনও ইচ্ছে নেই। সত্যি কথা বলতে কী, এগিয়ে এসে কৃতিত্ব নেব, তেমন স্বভাবও আমার নয়। হ্যাঁ, ওই সফরে আমি মাঠের মধ্যে এবং ড্রেসিংরুমে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অন্য একজন তার কৃতিত্ব নিয়েছিল।” তাঁর বাড়তি সংযোজন, ‘‘তবে এই ঘটনার থেকে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সিরিজ জয়। কারণ ওটা ছিল ঐতিহাসিক, ভীষণ স্পেশ্যাল।” সেবার প্রথম টেস্টে হারের পর, প্রথম সন্তানের জন্মের জন্য ভারতে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে রাহানের নেতৃত্বে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
রাহানে (Ajinka Rahane) বলছেন, ‘‘সবাই জানে আসল ঘটনা কী ছিল। তাই ওই ব্যক্তি যখন মিডিয়ার সামনে আমরা এটা করেছি, এটা আমাদের সিদ্ধান্ত ছিল, আমরা করে দেখালাম, এই সব কথা বলছিল, তখন আমি মনে মনে হাসছিলাম।”