প্রতিবেদন : যুদ্ধের ইঙ্গিত। ফের নতুন করে রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন দু’দেশই কৃষ্ণসাগর (Krishnasagar) সীমান্ত বরাবর এলাকায় সামরিক মহড়া চালায়। আমেরিকা মনে করছে, দু’দেশই যুদ্ধের দিকে এগিয়ে চলেছে। পরিস্থিতির অবনতি হতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই সে দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন।
আরও পড়ুন – চা শ্রমিকদের চিকিৎসায় অ্যাম্বুল্যান্স
কৃষ্ণসাগর (Krishnasagar) সীমান্ত এলাকায় রাশিয়া প্রথমে সেনা মহড়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই একই পথে হাঁটে ইউক্রেন। ইউক্রেনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সেনা মহড়া চলবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ বলেছেন, সব ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়েই মহড়া চলবে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, রাশিয়ার সেনা মহড়ার কারণে তাঁদের দেশের নৌবাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মেও বিরূপ প্রভাব পড়ছে। রাশিয়ার এই ছায়াযুদ্ধে ইউক্রেনের উপর চাপ তৈরি হচ্ছে। এটা কখনওই ঠিক নয়। ইউক্রেনের বিদেশমন্ত্রকও রাশিয়ার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে রাশিয়ার ভূমিকায় প্রবল ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কার্যত হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যুদ্ধে নামলে আর একটা মহাযুদ্ধ তৈরি হবে। রাশিয়ার উচিত প্ররোচনা তৈরি থেকে বিরত হওয়া।