পঞ্চাশ হাজারের বেশি বাড়ল পড়ুয়া, মাধ্যমিকে রেকর্ড পরীক্ষার্থী

Must read

প্রতিবেদন : করোনাকালে গোটা দেশেই বাড়ছে স্কুলছুটের সংখ্যা। সেখানে এক বিরাট ব্যতিক্রম আমাদের বাংলা। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবার প্রায় পঞ্চাশ হাজারের মতো বেড়েছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীর সংখ্যা। চমকে ওঠার মতোই এই পরিসংখ্যান। করোনাকালে রাজ্যের স্কুল পড়ুয়াদের সমস্যা নিয়ে সদা-সতর্ক প্রশাসন। সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন নিয়মিত শুরু হয়েছে। বাকিদের জন্য রাজ্য জুড়ে চলছে পাড়ায় শিক্ষালয়। গত কয়েক মাস ধরে ক্লাসরুমের সঙ্গে সম্পর্কে নেই পড়ুয়াদের। সমস্যা সবচেয়ে বেশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। গতবছর পরীক্ষা না দিয়ে স্কুলের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই ফল প্রকাশ কর হয় মাধ্যমিকের।

আরও পড়ুন – কৃষ্ণসাগর সীমান্তে সেনা মহড়ায় রাশিয়া ও ইউক্রেন, তীব্র উত্তেজনা

করোনাকালে রাজ্য-সহ গোটা দেশেই বেড়েছে ড্রপ আউটের সংখ্যা। এই পরিস্থিতিতে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষায় এবার উল্টো ছবি। এবার মাধ্যমিকে বসছে ১১ লাখ ২৮ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী। আগের বছরের থেকে ৫০ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন। এবার মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তা মাথায় রেখে রাজ্যের বহু স্কুলের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার্থীদের পড়ানো শুরু করেছেন। গত বছর মাধ্যমিকে (Madhyamik) একশো শতাংশ ছিল পাশের হার। পরীক্ষা না হওয়ায় গতবছর কোনও মেধাতালিকাও প্রকাশ করেনি পর্ষদ। তবে এবার এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অফলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

Latest article