নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম সহায়কমূল্যের উল্লেখ করেছে তাতে সন্তুষ্ট নয় কৃষক সংগঠনগুলি। রাজ্যসভার প্রথম অধিবেশনের শেষদিনে শুক্রবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমরের কাছ থেকে জানতে চেয়েছিলেন, কোন কোন ফসলের নূন্যতম সহায়কমূল্য ঘোষণা করা হয়েছিল এবং তা কার্যকর করা হয়নি।
আরও পড়ুন-‘বিরোধীশূন্য পুরসভা চাই না’, বীরভূমে নিরঙ্কুশ তৃণমূল
সেই প্রশ্নের সঠিক উত্তর দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। উল্টে তিনি ঘুরিয়ে উত্তর দেন, ফুলের বাগান সহ কয়েকটি ফসলের ন্যূনতম সহায়কমূল্য এখনও নির্দিষ্ট করা হয়নি। কারণ সেগুলি বাজারদরের ওপর নির্ভরশীল। যদিও এই সমস্ত ফসলের কোনও নির্দিষ্ট তালিকাও দেননি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
প্রসঙ্গত, ন্যূনতম সহায়কমূল্যের বিষয়ে কৃষক সংগঠনগুলির দাবি, স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো ন্যূনতম সহায়কমূল্য কার্যকর করতে হবে।