প্রতিবেদন : চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গত বছর অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয় কলকাতা নাইট রাইডার্সের। তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এবারের মেগা নিলাম থেকে শক্তিশালী দল গড়তে চাইছে কেকেআর। বরাবরের মতো এবারও দলে ভারসাম্যের উপর জোর দিচ্ছে নাইট ম্যানেজমেন্ট। তবে হাতে খুব বেশি অর্থ নেই কেকেআরের। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রাখতেই ৩৪ কোটি খরচ হয়েছে। ৪৮ কোটি হাতে নিয়ে নিলাম যুদ্ধে নামছে কেকেআর।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে আইপিএল নিলাম ভাগ্য নির্ধারণ ৫৯০ ক্রিকেটারের
সব থেকে বড় ব্যাপার, ভাল দল গড়ার পাশাপাশি একজন যোগ্য অধিনায়কের খোঁজেও নিলাম টেবিলে বসবেন ব্রেন্ডন ম্যাকালাম, ভরত অরুণ, জুঁহি চাওলারা। একই সঙ্গে যাঁদের ধরে রাখা সম্ভব হয়নি তাঁদের নিলাম থেকে ফিরিয়ে আনা অথবা যোগ্য পরিবর্তও নিতে হবে। সূত্রের খবর, অধিনায়ক হিসেবে নাইটদের পছন্দের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার ও শ্রেয়স আইয়ার। দু’জনকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে তারা। প্যাট কামিন্সকে ধরে রাখতে না পারলেও নিলাম থেকে অস্ট্রেলীয় ফাস্ট বোলারকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে ম্যানেজমেন্ট। এ-ছাড়াও নাইটদের নজরে আছেন ট্রেন্ট বোল্ট ও দলের প্রাক্তনী লকি ফার্গুসন।
আরও পড়ুন-ধনুকভাঙা পণ
শুভমান গিলের পরিবর্ত হিসেবে দেবদূত পারিক্কলকে দলে নেওয়ার জন্য মরিয়া হতে পারে দল। শুভমানকে যেহেতু ড্রাফটিং থেকে আগেই সই করিয়েছে গুজরাট
টাইটানস, তাই নাইটদের টপ অর্ডারে দেবদূত তাঁর যোগ্য পরিবর্ত হয়ে উঠতে পারে। গত কয়েক বছর কেকেআরের মিডল অর্ডার বেশ নড়বড়ে লেগেছে। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পারফরম্যান্স মাথায় রাখলে ভারতীয় দলের তরুণ ব্যাটার শায়িক রশিদ নাইটদের মিডল অর্ডার সমস্যার সমাধান করতেই পারেন। তাই তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।