বেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি : এবারের আইপিএল নিলামে বিদেশি তারকাদের মধ্যে চাহিদা তুঙ্গে ডেভিড ওয়ার্নার, জেসন হোল্ডার ও কাগিসো রাবাডার। এই বিদেশি ত্রয়ীর জন্য ঝাঁপাতে চলেছে প্রায় সব ক’টি দল। এ-ছাড়া আরও দুই বিদেশি তারকা প্যাট কামিন্স ও কুইন্টন ডি’কককে নিয়েও দড়ি টানাটানি হওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন-নাইটদের নজরে শ্রেয়স
তবে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ওয়ার্নারের। বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনারের গত আইপিএল মরশুম কেটেছিল দুঃস্বপ্নের মতো। সানরাইজার্স হাদরাবাদ কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বিদায় করেছে তাঁকে। কিন্তু টি-২০ বিশ্বকাপে ওয়ার্নারের ফর্ম চমকে দিয়েছিল সবাইকে। টি-২০ বিশ্বকাপে ২৮৯ রান করা ওয়ার্নারের বেস প্রাইস দু’কোটি। তবে নিলামে তা বেড়ে ১০ কোটি হলেও অবাক হওয়ার কারণ নেই।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে আইপিএল নিলাম ভাগ্য নির্ধারণ ৫৯০ ক্রিকেটারের
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার রাবাডা গত কয়েকটি আইপিএলের আসরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দিল্লি ক্যাপিটালস নিয়মের জালে জড়িয়ে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তবে দু’কোটির বেস প্রাইসের রাবাডাকে নিজেদের দলে পেতে কোমর বেঁধে ঝাঁপাবে অন্তত আরও তিনটি ফ্রাঞ্চাইজি। টানাটানি হবে পোলার্ড ও কামিন্সকে নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। অন্য দিকে, কামিন্স বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠার পাশাপাশি ব্যাট হতেও ভূমিকা পালন সিদ্ধহস্ত। চাহিদা তুঙ্গে ডি’ককেরও। বাঁ হাতি প্রোটিয়া কিপার-ব্যাটসম্যান টি-২০ ক্রিকেটে ম্যাচ উইনার। ব্যাট হাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে বহু ম্যাচ জিতিয়েছেন। যা খবর, তাতে ডি’কককে নিজেদের দলে ফিরিয়ে আনতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ডি’কককে পেতে মরিয়া আরও অন্তত তিনটি ফ্রাঞ্চাইজি।