মুম্বই : গত ১৪ বছরের আইপিএলে ধনী ক্রিকেটার হয়েছেন অনেকেই। কিন্তু নিলামে বিরাট দাম পাওয়ার রেকর্ড ভাঙা-গড়ার লড়াইয়ে এমন কয়েকজন আছেন, যাঁরা ইতিমধ্যেই ক্রোড়পতি ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। এবারের নিলামে হয়তো তাঁদের সেই রেকর্ডও ভেঙে যাবে। নিলাম টেবলে তৈরি হবে নতুন নজির।
আরও পড়ুন-হোল্ডার-রাবাডার দিকে চোখ সবার
কিন্তু আইপিএল নিলামের ইতিহাসে ধনী পাঁচ ক্রিকেটারের রেকর্ড এখনও উজ্জ্বল। যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত বছরের নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। ২০১৫-র নিলামে যুবরাজ সিংকে রেকর্ড ১৬ কোটি টাকায় দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন-নাইটদের নজরে শ্রেয়স
২০২০-তে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্সকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫ কোটিতে দলে নেয় নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে। ২০১৭-র নিলামে ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস।